অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া সেক্টরে বিশাল কর্মক্ষেত্র!

বর্তমানে দেশে সম্প্রচারিত টিভি চ্যানেল এর সংখ্যা ৩০-৩৫ টি এবং নতুন অনুমোদন পেয়েছে আরো ১১টি, এর সাথে প্রায় ৬০০টি রিয়েল এষ্টেট কোম্পানী সহ ঢাকা ও বড় শহর গুলোতে রয়েছে অসংখ্য মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ। এই সকল টিভি চ্যানেল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রয়োজন রয়েছে আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, অ্যানিমেশন ও ইন্টেরিয়র ডিজাইন জানা প্রচুর দক্ষ জনবলের। আর দক্ষ জনবল তৈরিতে কাজ করছে দীপ্তি। তাই মাল্টিমিডিয়া ও ভিজ্যুয়াল এনিমেশন সেক্টর এর উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির কারনে কর্মপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রফেশনাল তৈরি করার লক্ষ্যেই দীপ্তি প্রণয়ন করেছে নিম্নলিখিত প্রফেশনাল কোর্স সমূহ। প্রতি বছর ৪ টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর) এবং ৩টি শিফটে (সকাল /বিকাল/সান্ধ্যকালিন) এই ডিপ্লোমা প্রোগ্রাম সমূহে ভর্তি নেওয়া হয়। কোর্সগুলি হলো:
• ডিপ্লোমা-ইন-আর্কিটেক্সারাল ভিজ্যুয়ালাইজেশন
• ডিপ্লোমা -ইন-থ্রীডি অ্যানিমেশন এন্ড ভিজ্যুয়াল এফ/এক্স
• ডিপ্লোমা -ইন ইন্টেরিয়র ডিজাইন
এছাড়াও রয়েছে ৩-৬ মাস মেয়াদী থ্রীডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রোমিডিয়া ফ্লাস, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডাটাবেজ প্রোগ্রামিং, কম্পিউটার অফিস এপ্লিকেশন, প্রফেশনাল আউটসোর্সিং অন গ্রাফিক্স/ এ্যনিমেশন/ গেম ডিজাইন এর উপর সার্টিফিকেট কোর্স। উক্ত কোর্সগুলি সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাস ভিত্তিক যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলির অন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামুলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদী ইন্টার্ণশীপ যা একজন শিক্ষার্থীকে হাতে কলমে কাজ শিখতে সাহায্য করে। এছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষনিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত থিওরী ক্লাস এর সাথে পর্যাপ্ত প্রাকটিক্যাল ক্লাস ও কঠোর ভাবে মান নিয়ন্ত্রনের কারনে এখান থেকে পাশকৃত ছাত্র/ছাত্রীবৃন্দের কর্মজীবনে সফলতার হার শতভাগ। এখান থেকে পাশকৃত ছাত্র/ছাত্রীরা ইউনিভার্সিটি এন্ড ইন্ডাস্ট্রি এলাইন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দীপ্তি কর্তৃক যৌথ সনদ লাভ করে থাকে। এছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টাল এর মাধ্যমে চাকুরির সহায়তা।
 সূএ: টেকটিউনস

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি) :

Post a Comment