জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট সেবা দেয়ার প্রস্তুতি নিয়েছে।
ফেসবুক ব্যবহারকারীদের আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি(কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিত্তিক একটি সেবা চালু করতে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছে। এই সেবার নাম ‘এম’। এটি ম্যাসেজিং অ্যাপ এবং ম্যাসেঞ্জারে ব্যবহৃত হবে।
ফেসবুকের ক্যালির্ফোনিয়ার মেনলো পার্কের ম্যাসেজিং সেবার প্রধান ডেভিড মারকুস জানিয়েছেন, ব্যবহারকারীদের জন্য ফেসবুকের নতুন সেবা ‘এম’ অনেক কিছুই করতে পারবে। এই যেমন আপনার হয়ে কেনাকাটা করা, বন্ধুদের উপহার পাঠানো, রেস্তোরাঁ রির্জাভেশন করা কিংবা অন্যদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা।
অ্যাপলের ‘সিরি’ একটি জনপ্রিয় ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট। মাইক্রোসফট এবং অ্যামজন ডটকমেরও এই ধরণের সেবা রয়েছে।
মারকুস জানান, অন্যান্য ডিজিটাল অ্যাসিসট্যান্টের চেয়েও ফেসবুকের ‘এম’ ব্যবহারকারীর হয়ে অনেক কাজ করে দেবে।
ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ফেসবুক ম্যাসেঞ্জার। বর্তমানে এটির ব্যবহারকারীর সংখ্যা ৭০ কোটি।
ফেসবুক ব্যবহারকারীদের আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি(কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিত্তিক একটি সেবা চালু করতে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছে। এই সেবার নাম ‘এম’। এটি ম্যাসেজিং অ্যাপ এবং ম্যাসেঞ্জারে ব্যবহৃত হবে।
ফেসবুকের ক্যালির্ফোনিয়ার মেনলো পার্কের ম্যাসেজিং সেবার প্রধান ডেভিড মারকুস জানিয়েছেন, ব্যবহারকারীদের জন্য ফেসবুকের নতুন সেবা ‘এম’ অনেক কিছুই করতে পারবে। এই যেমন আপনার হয়ে কেনাকাটা করা, বন্ধুদের উপহার পাঠানো, রেস্তোরাঁ রির্জাভেশন করা কিংবা অন্যদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা।
অ্যাপলের ‘সিরি’ একটি জনপ্রিয় ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট। মাইক্রোসফট এবং অ্যামজন ডটকমেরও এই ধরণের সেবা রয়েছে।
মারকুস জানান, অন্যান্য ডিজিটাল অ্যাসিসট্যান্টের চেয়েও ফেসবুকের ‘এম’ ব্যবহারকারীর হয়ে অনেক কাজ করে দেবে।
ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ফেসবুক ম্যাসেঞ্জার। বর্তমানে এটির ব্যবহারকারীর সংখ্যা ৭০ কোটি।
0 মন্তব্য(গুলি) :
Post a Comment