
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, মাইক্রোসফট ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অফিস ২০১৬ বাজারে ছাড়তে যাচ্ছে। নতুন সংস্করণের জন্য রঙিন থিম ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে মাইক্রোসফট খোলাসা করে কিছু জানায়নি।
মাইক্রোসফট নতুন সংস্করণে আউটলুক সার্চ, অ্যাটাচমেন্ট, স্টোরেজ, ফুটপ্রিন্ট এবং ই-মেইল পরিসেবা উন্নত করেছে। ওয়াড, এক্সেলে ছবি যুক্ত করার বিষয়টিও আগের ভার্সনের চেয়ে উন্নততর হয়েছে।
0 মন্তব্য(গুলি) :
Post a Comment